তোমার আশায় আছি বসে
         কাটিছে মোর বেলা
দু:খ-কষ্ট-যন্ত্রণায় হায়
         সাঙ্গ হতেছে খেলা!
   দাঁড়িয়ে হৃদয় অশ্মসম
   বলি তায় আমায় ক্ষম
তুমি বিহনে শূণ্য লাগে
         এ হেন ভবের মেলা!
তোমার আশায় আছি বসে
         কাটিছে মোর বেলা!


কত কথা পড়িছে মনে
      হৃদিতে ফুটিছে তীক্ষ্ণ কাঁটা,
মনে হয় এ দুর্লভ জীবন
      জগাখিচুড়িসম হয়েছে ঘাঁটা!
    মন কে বুঝিয়ে বলি আমি
    কষ্ট কেন পাও গো তুমি
জানো তো এ জীবনখানি
       সুখ-দু;খে সদাই আঁটা!
কত কথা পড়িছে মনে
       হৃদিতে ফুটিছে তীক্ষ্ণ কাঁটা!


সে যাই হোক তোমার থেকে
       হয়েছে অনেক শেখা,
তোমায় লয়ে তাই প্রত্যহ
       হতেছে কবিতা লেখা!
  কিন্তু তোমায় একটি বলি
  শোন গো আজ কর্ণ খুলি
কোনো দিন কোনো ক্ষণে
       আর কি হবে দেখা?
সে যাই হোক তোমার থেকে
       হয়েছে অনেক শেখা


------------সমাপ্ত""""""""