নারীতে মোর নাই তো রুচি
         দেখলে চোখ মোর জ্বালা করে,
তুমি কি প্রভু করেছো সৃষ্টি
         কোনো নারীকে আমার তরে?
   যদি এ হেন ভুল কর তুমি
    কী বলছি শোনো গো আমি
দাও না প্রভু অনুগ্রহ করি
          অন্য পাত্রে উহারে ভরে!
নারীতে মোর নাই তো রুচি
           দেখলে চোখ মোর জ্বালা করে!


নারী তো মোর মায়েরই জাত
            তাই নারীকে সম্মান করি,
অন্তরের গভীর শ্রদ্ধায়,প্রভু,
            চিত্ত তাদের দেই যে ভরি!
    নারীর প্রতি নাই বিশ্বাস মোর
    নারীর কারনেই চোখেতে লোর
তবে এক নারীকে আমি গো
             সকাল-সন্ধ্যা হায় নমস্কারি!
নারী তো মোর মায়েরই জাত
             তাই নারীকে সম্মান করি!


চাই না বুঝিতে নারীর স্বাদ
      দহিতে চাই না গো ওই অনলে,
কী এমন আর নারীতে আছে
      পুরুষ পড়ে হায় তারই ছলে!
নারীর নেশায় মত্ত গো পুরুষ,
নারী পানে তারা গো বেহুঁশ
নারীর নেশায় হয়ে গো মত্ত
      অচৈতন্য হয়ে পড়ে হায় ঢোলে!
চাই না বুঝিতে নারীর স্বাদ
      দহিতে চাই না গো ওই অনলে!


::::সমাপ্ত-------