সংযুক্তা,আমায় কর ক্ষমা
          বাসতে পারিনি তোমায় ভালো,
পৃথ্বীরাজ হতে পারিলাম না
          চেয়েছিলে তুমি জ্বালতে আলো
     মোর হৃদিতে নিজের করে
     কোমল বুকে জড়িয়ে ধরে,
কিন্তু তোমার স্বপ্ন সকল
           চিরতরে সব হায় টুটিয়াই গেল!
সংযুক্তা,আমায় কর ক্ষমা
            বাসতে পারিনি তোমায় ভালো!


ভেঙেছি আমি স্বপ্ন তোমার
           কিন্তু কী আজ হায় করব বল,
আমি তো অন্য সংযুক্তাকে
            মনেপ্রানে গো বেসেছি ভালো!
    এক ফুলের কি হয় দুই মালি--
    একজনের ডালি হবেই খালি,
অপরজন প্রসূণের সুবাসচ্ছটায়
            জ্বালবে আপন হৃদেই আলো!
ভেঙেছি আমি স্বপ্ন তোমার
             কিন্তু কী আজ হায় করব বল!


যাহার তরে অস্বীকারিলাম তোমা
               আজ কিন্তু হায় সে আর নেই,
পৌঁছে গেছে অন্য হৃদয়ে---
                হয়তো ঠিক এক অন্য প্রান্তেই!
      হতেছে এখন মোর অনুশোচনা
      নেই বলে মোর সেই সুলোচনা,
এখনও তোমায় দেব ফিরিয়ে
                সামনেতে তুমি আসবে গো যেই!
যহার তরে অস্বীকারিলাম তোমা
                আজ কিন্তু হায় সে আর নেই!


¢¢¢¢¢¢¢¢¢¢¢সমাপ্ত¢¢¢¢¢¢¢¢¢¢¢¢¢¢
২১--০৩--'১৭