আর কত দিন চলতে হবে
         এমন বন্ধুর পথে আমায়,
এ পথ তো বড়োই বন্ধুর
          তাই শুধু যায় ঝরে যায়
ডগডগে লাল তাজা রক্ত,
  এ পথ তো বড়োই শক্ত
রক্তে রাঙা হয় গো বীথি
            রক্ত মোর ঝরে গো হায়!
আর কত দিন চলতে হবে
             এমন বন্ধুর পথে আমায়!


শুরু থেকেই সংকীর্ণ পথে
         চলছি হেঁটে হায় নিশি-দিশি,
কোথাও বা হোঁচট খাই
         ঢোলে পড়ি কোথাও একটু বেশি!
   বীথির 'পরে হায় কন্টক যত
   রক্ত ঝরায় হায় অবিরত,
আপন বেগে চলছি হেঁটে
         আহর্নিশ গো আপনারে নাশি!
শুরু থেকেই সংকীর্ণ পথে
          চলছি হেঁটে হায় নিশি-দিশি!


এবার গো একটু চাই পশিতে
          বিস্তৃত দীর্ঘ ওই রাস্তার 'পরে
যেখানে হাজার যানবাহন গো
           চলছে ছুটে সদা সারে সারে!
    দুই পাশে ছুটিছে ইমারাত সারি
    হেরিয়া লাগিবে গো চমক ভারি
আমি কি পারিব না হাঁটিতে এ পথে
           দু'পাকে মোর সুখ দেবার তরে!
এবার গো একটু চাই পশিতে
            বিস্তৃত দীর্ঘ ওই রাস্তার 'পরে!