প্রসবিছে প্রত্যুষ বসুন্ধরায়
            তখনও বিরাজে তিমির আভা,
পূর্বে এবার উদিবে অরুন
             বাড়িবে এবার মায়ের শোভা!
     পশিছে কর্নে বিহগকাকলি
     ফুটিছে বাগে কুসুমকলি
ভাসিছে নীলিমায় অম্বুদছানা
             কিন্তু নাই কোনো ক্ষণপ্রভা!
প্রসবিছে প্রত্যুষ বসুন্ধরায়
              তখনও বিরাজে তিমির আভা!


শয্যা ত্যাজি ঝাঁকুনি খেয়ে
         ত্বরা করি বাহিরে গিয়ে
হেরি হঠাৎ একটি চিঠি
          অনেকটাই তার গেছে ক্ষয়ে
   পড়ে আছে তা বাইরে মোদের
   খুঁজেছি যাকে ঢের দিন ঢের,
যার ভাষাকে নিশিদিশি গো
            হৃদয়ে মোর বেড়াই বয়ে!
শয্যা ত্যাজি ঝাঁকুনি খেয়ে
             ত্বরা করি বাহিরে গিয়ে.....!


লেখা আছে তায় নানাবিধ বুলি---
           প্রতিশ্রুতির শত ফুলঝুরি!
সুন্দর সকাল লাগিল কুৎসিত
            আঁখিতে লোর গেল ভরি!
   ভাসিয়া উঠিছে সেই মুখখানি
   যা মোকে হাস্য যাইতো দানি
সাতসকালে হঠাৎ করিয়া
             কত কিছুই চিত্তে স্মরি!
লেখা আছে তায় নানাবিধ বুলি---
              প্রতিশ্রুতির শত ফুলঝুরি!


,,,,,,,,,,সমাপ্ত:::::