কখন আগুন জ্বলবে?
যখন বিশ্বযুদ্ধ শুরু হবে
আর মরণের ডঙ্কা বাজবে?
যখন রক্তনদীর স্রোতের ধারায়
ত্রস্ত জীবন ভাসবে?
যখন মারণাস্ত্র প্রয়োগ করে
সৃষ্টির নাশ করবে?
তবুও যুদ্ধের শেষ হবে না
একে অপরে করবে হানা ;
নতুন অস্ত্রের উদ্ভাবন হবে
রক্ত পথে হবে জানাশোনা।
দিকে দিকে উঠবে হাহাকার
ক্রন্দনরোল বিশ্বমাতার।
তবুও যুদ্ধ থামবে না
শান্তির বাণী শুনবে না।
ধ্বংস হবে সব ধ্বংস হবে
মড়ক আসবে ;
মহাকালের বিষাণ বাজবে
তখনও কি শান্তি আসবে?
একদিন সব শেষ হবে
জীবনের রেশ থাকবে না।
অন্ধকার ছেয়ে যাবে
সূর্যের তেজ বেড়ে যাবে
হয়ত সব পুড়ে ছাই হবে
সব জেনেও ওরা ধ্বংসের
পথ ছাড়বে না।
তখন লাভার মত আগুন জ্বলবে
মরণের শান্তি ছমছমিয়ে আসবে
শান্তির কথা বলার মত কেউ থাকবে না।