দূর আরও দূরে চলে যাব আমি
তোমায় মুক্তি দিয়ে ;
খুঁজো না খুঁজো না পাবে না আমায়
যাব বহু দূরে।
তোমার অভিমান বুঝিনি ত আমি
আমাকেও জানি তুমি ত বোঝনি;
শুধু ভুলের পাহাড় জমে গেছে
এ পাহাড় লাঙ্ঘতে পারবে না জানি।
তাই দূরে চলে যাই শুধু রেখে যাই
আমার এ স্মৃতিখানি;
যদি ভুলে যেতে চাও ভুলে যেও
আমার এ মুখখানি।
আমার জীবনের সোনার দিনে
তুমি ছিলে অধীশ্বরী
আজ কিছু নেই কেউ নেই
আমি তবুও খুঁজে মরি।