চল চল চল এগিয়ে চল।
বাধা বিপদ আসবে বলে
ভাসবি নাকো নয়ন জলে ;
তরীটাকে বাইতে হবে
এগিয়ে নিয়ে চল।
আসবে তুফান বাজবে বিষাণ
আসবে রুদ্রদেবের ধ্বংস নিশান
অজানাকে করবি না ভয়
এগিয়ে চল তুই এগিয়ে চল।
হবি না তুই কাশিবাসী
হাল ছেড়ে হবি না উদাসী
জীবন খেলায় জিততে হবে
তাই এগিয়ে চল।
হতাশা এসে ধরলে ঘিরে
পিছন পানে তাকাবি না রে;
ভগবানে বিশ্বাস রেখে
চলতে হবে সামনে পানে।
মনের বীণার ঝঙ্কারে
বাজে যে গান অন্তরে
তার সুরেতে বিভোর হয়ে
এগিয়ে চল তূই এগিয়ে চল।
এগিয়ে চলার ডাক এসেছে
পাল তুলে দে স্রোতের জলে
হাওয়ার বেগে চলবে তরী
এগিয়ে চল তুই এগিয়ে চল।