কান্না এবার ঘুচাব সবার
মন্ত্রী হবার সুযোগ যদি পাই এবার।
নির্বাচন ত এসে গেল
দেখতে দেখতে দিন ফুরাল;
অবাধ‍্য লোকগুলোকে বাধ‍্য করব
ভেবে ভেবে সারা হলাম
উপায় পেলাম না।
আগের পাঁচ বছর ফাণ্ড পেয়েছি
কাজের কাজ ত করলাম না ;
তাই ওরা রেগে আছে
ভোট হয়ত আমাকে দেবে না।
আমি বলি"দুঃখ কষ্ট করব দূর
ভোট দিয়ে জেতাও না।"
মাস্তানরা সাথী হল
মুখিয়াগুলো পয়সা খেল
সবাই বলেছে ভোট পাইয়ে মন্ত্রী করব
ভোট দিতে হবে না।
তখন তোমাদের ঘুচাব দুঃখ
একবার ভোট দাও না ;
চাকরি বাকরি অনেক দোব
শুধু ভোট দিয়ে দেখ না।"
(মনে মনে )
"একশ বিঘা জমি কিনব
ছেলে দুটোকে ভালো পদে বসাব;
আমি বিরাট প্রাসাদ বানাব;
তাই ভোট কিনতে হবে
পরের দুঃখ পরে দেখব"
ভোট আগে দাও না!