বড়ো একা লাগে।
রাতের গহনে কুয়াশার মত
মনকে ধাক্কা দেয়
ঘরের আঁধার কেঁদে বলে
নাই কেহ নাই।
     তাই বড়ো একা লাগে।
স্বপনে আছিনু দেখিলাম সবে
পুরাতন আর নতুনেরে;
জাগিয়া দেখিনু সব ছিল মায়া
সবে গেছে মোরে ছেড়ে।
রুদ্ধ নিঃশ্বাসে কণ্ঠ ভেদিয়া
কান্নার রোল ওঠে ;
বিরহ বেদনা নিঃসঙ্গ যাতনা
ঘেরিল চারিপাশে।
   তাই বড়ো একা লাগে।
একদিন যখন ভরেছিল মন
উৎসাহে উল্লাসে
আনন্দে কাটত সময়
আশার বাণী লয়ে ;
ভগবানের খেলা হলো শেষ
নিঃসঙ্গ দিন এল;
দুঃখের মেঘ ছাইল ভুবন
একলা হওয়ার দিন এলো।
    তাই বড়ো একা লাগে।
স্বপ্নের দেশে তারা ফিরে আসে
জাগরণে কিছু পাই না
হয়ত আত্মা কিছু বলে যায়
তার ভাষা কিছু বুঝি না।
  তাই বড়ো একা লাগে।
অবসাদ আসে ঘেরিয়া ঘেরিয়া
প্রতি পদে প্রতি ক্ষণে
জীবন হয় শুষ্ক মরু
মধুর হয় শুধু স্বপ্নে।
   তাই বড়ো একা লাগে।