পার্লামেণ্ট বসার সময় হয়ে এল
পুলিশ প্রশাসনের ব‍্যর্থতার কথা
সবাই জানল।
একদিন অধিবেশনে বচসা চলছিল
দর্শক গ‍্যালারি থেকে আওয়াজ উঠল,
"সাম্রাজ‍্যবাদ নিপাত যাক
ইনক্লাব জিন্দাবাদ।"
সে আওয়াজ পার্লামেন্টের
কোনায় কোনায় গুঞ্জন তুলল;
তারপর সকল বিধায়কদের চকিত করে
পর পর দুটি বোমা ফাটল ;
সঙ্গে সঙ্গে সারা সদন
লিফলেটে ছেয়ে গেল।
প্রাণ বাঁচাবার তাগিদে সবাই
ছুটোছুটি করছিল।
তার মাঝখানে ভগত সিং
নিজেকে গ্রেফতার করার জন্য
আহ্বান করল।
ভগত সিং আর সঙ্গী বটুকেশ্বরকে
জেলে নিয়ে গেল।
কুখ্যাত লাহোর সেন্ট্রাল জেল
যেখানে ভারতীয় বন্দীদের
সঙ্গে অমানবিক ব‍্যবহার হত;
তাই সমানাধিকারের দাবিতে
বিপ্লবী যতিন দাস আমরণ
অনশনে বসল;
টানা চ‍ৌশট্টি দিন অনশনে
থেকে যতিন দাসের মৃত্যু হল।
স‍্যাণ্ডার্স হত্যা মামলার রায় বেরল
ভগত সিং সুখদেব আর
রাজগুরুর ফাঁসি হল।
সারা দেশ ওদের বিদায় জানাল
স্বাধীনতা আন্দোলন উগ্রতর হল।