জীবনের রেসের খেলায়
কেউ হারে কেউ বা জেতে ;
হারজিতের এই সংসারেতে
কেউ হাসে কেউ বা কাঁদে।
ভাগ্যচক্র ঘোরে সদাই
কারও জীবনে না থামে ;
জুয়ার মতো জীবন মোদের
স্থির নাই ধরাধামে।
ভাগ‍্যের কাঁটা লাগবে যখন
কারও নম্বরে ;
আনন্দ সাগরে ভাসবে তখন
জীবনে পূর্ণতা আসবে।
আমাদের এই জীবন মঞ্চে
কিছুটা সত‍্যি কিছু বা ফাঁকি;
সুখ আসে যায় যায় না দুঃখ
সারা জীবন ব‍্যাপি।
জীবন তরি বাইতে গেলে
স্রোতের মুখে পড়তে হবে ;
ভাঙবে হাল ছিঁড়বে পাল
চলতে হবে ফেনিল সমুদ্রে।
চলতে চলতে হয়ত একদিন
জীবন তরি ডুবে যাবে ;
তারা ঝরা রাতে তিমির আঁধারে
সদাই ভাগ‍্যের চাকা ঘুরবে।