কে যেন প্রশ্ন করে,"ভাল আছ"?
কোথা এল এ প্রশ্ন দৈববাণী সম?
চারিদিকে চাই দেখিতে না পাই
মন খোঁজে তায় কোথাও না পায়;
আকাশে শুধাই সে বলে,"নাই,
কেউ কোথা নাই ";
বাতাস বলে,"বয়ে চলি আমি
দূর হতে দূরে তারে দেখি নাই।"
তবে কি হলো কোথা হতে এল এ জিজ্ঞাসা
কেন লুকিয়ে থাকে মনে জাগল আশা
তবুও কে সে তারে বোঝা গেল না।
"ভালো আছ?"আবার দৈববাণী হল
মানব কণ্ঠ আবার শোনা গেল ;
কিন্তু কিছু বোঝা গেল না।
এদিক ওদিক চারিদিকে চাই
কোথাও সে ছিল আজ যেন নাই ;
খুঁজিয়া খুঁজিয়া দূরে চলে যাই;
তবুও সে কণ্ঠ শুনতে যে পাই।
তখন গভীর ঘুমে অচেতনে যাই;
আবার ঐ কণ্ঠ শুনতে কেন পাই;
নাই নাই নাই কেউ কোথাও নাই।
হঠাৎ তখন বোধোদয় হল,
হৃদয় হতে আওয়াজ এল;
"ভালো আছ?"যেন সে ডেকে গেল।
সে শব্দ ছিল বুকের ভেতর,
ছিলাম যেন ঘুমে কাতর।
জেগে উঠি শুনি হাহাকার
সে নাই সে নাই রব আমার ;
আঁধার আকাশ মন্থন করল
কিন্তু যে নাই সে কি এল?