যখন আঁধারের পর্দা উঠিয়ে
নীল আকাশ উঁকি দেয়
যখন সারা পৃথিবী মুগ্ধ হয়ে
নীলাভ আলো ছড়িয়ে দেয়;
তখন ভালো লাগে।
যখন ছোট্ট পাখিরা পাখনা মেলে
সমস্ত আকাশ ছেয়ে যায় ;
আকাশে রবি রঙ বদলিয়ে
সোনা হয়ে যায়।
তখনও ভালো লাগে।
ভালো লাগে বাতাসের
খোঁজাখুঁজি মৃদু মন্দ বায়
বলে না ত কারে চায়
কে বা তারে চায়।
তবু ভালো লাগে।
যখন তারে পাই না
প্রতীক্ষার ধৈর্যের শেষ হয় না
যখন চাঁদ হাসে বিদ্রূপ ভরে
কারও সঙ্গ পাই না ;
তারা জ্বলে মিটি মিটি করে
জোনাকের গুঞ্জনে কেউ সাড়া দেয় না
তখন ভালো লাগে না।