ভালোবাসি আমি ভালোবাসি;
এই পৃথ্বীর প্রতি কণা বলে ভালোবাসি।
যখন সূর্য ওঠে পূব আকাশে
পৃথিবীরে বলে ভালোবাসি;
বাতাসে বাতাসে বার্তাপাঠায়
বলে ভালোবাসি ভালোবাসি।
চাঁদনি আলোয় দিক ভরে যায়
ভালবাসার বারতা পাঠায়;
জোনাক জ্বলা ঐ আকাশে
তারারা সবে মিত্র হয়।
মনসমুদ্রের জলোচ্ছাসে
তরঙ্গে তরঙ্গে প্রেম ভাসে;
জীবনখাতার পাতায় পাতায়
ভালোবাসা লেখা থাকে।
যখন সূর্য পৃথ্বীর মিলন হল
চন্দ্র তারা জনম নিল;
ভালোবাসার টানে তখন
দোদুল দোলায় দুলতে থাকল।
সূর্য গেলে অস্তাচলে
আঁধার আসে গগন তলে,
তিমির বরণ শর্বরী তখন
দিনের আলোর তপ করে।
ভালো লাগা নয় ভলোবাসা
ক্ষণিক মিলন ত সর্বনাশা ;
একটু ঝড়ে নাশে আশা
হিয়ার মিলন আসল ভালোবাসা।
ভালোবাসায় বাঁধা ত্রিভুবন
জীবনের শেষে হয় যে মরণ।
নশ্বর দেহ ধূলায় লুটায়;
সবে স্মরণ করে ভালোবাসায়।