আগ্নেয়গিরির হোক অগ্নুৎপাত
মেঘের গর্ভে বিদ‍্যুৎ চমকাক ;
চারিদিক কাঁপিয়ে হোক বজ্রপাত
মরণ তবুও বিষাণ বাজিয়ে যাবে।
প্রলয় আসবে প্রাণ সংশয়
থামবে জীবন থামবে সময়
কালভৈরব তবুও নেচে যাবে।
সাঁই সাঁই করে বইবে বাতাস
হতাশ ভগবানের এ কি দীর্ঘশ্বাস!
রুদ্রদেব যেন করবে উপহাস
শ্মশানে মশানে ভূতেরা অট্টহাসবে।
সৃষ্টি বুঝি হয়ে যাবে নাশ
মানুষের অস্ত্রে মানব বিনাশ
জীবের রক্ষার থাকবে না আশ;
ভয়ংকর আসবে অতি ভয়াল রূপে।
হয়ত আবার সব শান্ত হবে
শ‍্যামল পৃথিবী ফুল ফল দেবে
সূর্য তারা সৃষ্টির আনন্দে নাচবে।