তোমারে ত চাইনি আমি
জানি তুমি কারও নও
একলা আছি ভালোই আছি
মিথ্যে চাওয়ায় কিছু নেই।
জীবনের খেলাঘরে
নিত্য নতুন খেলা আছে ;
খেলার সাথী নেইকআমার
একলা থাকি অন্ধকারে।
হয়ত তুমি ডাকবে আমায়
ভুলব না ত মিথ্যে মায়ায়
তোমাদের ডাক শুনে তাই
মন বলবে ভুল না মিথ্যে ভাষায়।
ডেকো না ডেকো না আমায়
সত্যি মিথ্যা বুঝি না হায়;
শুধু জানি নিঃসঙ্গতাই
আমার জীবন পেতে চায়।