চলরে চলরে চলরে ও ভাই
জীবন যুদ্ধে এগিয়ে চল।
হয়ত তখন আসবে বাধা
সহায় সম্বল পাবি না ;
আসবে কভু দুরন্ত ঝড়
পাবি না পথের ঠিকানা ;
তবু নিরাশ হলে চলবে না।
ভগবানে আস্থা রেখে চলতে হবে
রাস্তা দেখে তবেই পাবি ঠিক ঠিকানা।
আলো আঁধারে মিলিয়ে জীবন
চলরে ও  ভাই চল ভোলা মন;
নিরাশ হয়ে পথের ধারে
থাকলে পড়ে চলবে না
নদীর ঢেউ ওঠে পড়ে রাস্তা ত নিজেই খোঁজে
চলার শেষ হয় না
পাহাড় সম আসবে বাধা
তা বলে ভাবনা তুই করবি না।