বুকের দাবানল যেন জ্বলে ওঠে
সুন্দরে কেন পাই না ;
সুন্দর,তুমি অতি মনোহর
দেখা কেন দাও না।
একবার দেখা দাও হে প্রভু
কত যে মিনতি করি ;
করি প্রণিপাত দেখা দাও নাথ
চুমি তব পদধূলি।
জীবন আমার বৃথা বয়ে যায়
যদি না তোমায় হেরি;
তাই দেশে দেশে খুঁজি
কত মন্দিরে মসজিদে পূজি।
ব‍্যথিত চিত্তে কহি,"হে প্রভু
কি হবে আমার লয়ে ধন রতন
তুমি বল বিশ্বপতি;
পথ দেখাও প্রভু পথ দেখাও
মোক্ষ পেতে চাই আমি।"
এমনি করে কাটে দিন রাত
মোক্ষ কামনা করি';
পুজা করি ফুল চন্দন দিয়ে
পূজারীরে দান করি।
বৃথা হয় সব পাই না পদ্মলোচন;
নিরাশা আসে ছেয়ে শূন্য ত্রিভুবন।
একদা ছিনু বসে ব‍্যথিত হৃদয়ে
মন্দির প্রাঙ্গনে ;
দেখি সন‍্যাসী এক নিহারে আমারে
হঠাৎ বলে ওঠে,"দরিদ্রসেবা কর
হে বালক তবেই মোক্ষ পাবে "
বুঝিলাম এ যে দৈববাণী
দরিদ্রসেবাই ভগবৎসেবা
তবেই মোক্ষ পাবে।