যে মত ধারণ করে সত‍্যের সন্ধান পাবে
সঠিক রাস্তা চিনে যাবে অগ্রগতির পথে;
আদর্শমত তারেই বলে,তারেই ধর্ম বলে;
বিবেকের শাসনে চলবে জীবন ধর্মপথে চলে।
দর্শন কর আপনারে তুমি মনের মুকুরে;
আগ্রগতির হার তখন নিজেই জানতে পারবে।
পূর্ণরূপে দর্শন করা তাকেই আদর্শ বলে;
আদর্শ তোমায় দর্শন করাবে মনের আয়নাতে।
মানবধর্ম সবার বড়ো তাহার ওপরে নাই
ধর্মাধর্মভেদ নাহি কর, অজ্ঞান হয়ো না ভাই।
সকল ধর্মের একই লক্ষ‍্য পাপের অন্ত চাই ;
আনন্দ আনো সোনার পৃথ্বীতে হিংসা দ্বেষ নাই।
একই ঈশ্বর পিতা মোদের আমরা সবাই ভাই;
জীবন মোদের সবার প্রিয় বিনাশ কভু না চাই।
ভালোবাসার পবিত্র বন্ধনে বাঁধা হোক মোদের চিত্ত;
দয়া কর দুঃখীজনে সবারে কর মিত্র।