ধর্মের নামে ভণ্ডামি আর চলবে না
জেগেছে আজ অন্তরাত্মা
মুক্ত করতে বঞ্চনা।
ভাষণে ধর্ম কর্মে অধর্ম
প্রতিষ্ঠা পেতে চায় ;;
অর্থচিন্তা আর কিছু নাই
অনর্থ বেড়ে যায়।
ভোটের চিন্তায় দিন কেটে যায়
নির্বাচন এলো প্রায়;
সোজা পথ নাই জানিছে সবাই
ভাষণ দিয়ে যায়।
নেতারা সব কর্মবীর হয়
আপন ভাষণবলে
মূর্খ আমরা বুঝতে পারি না
কি হবে ভোট দিলে।
স্বার্থ ছাড়া আর কিছু নাই
জনগণ যাক চুলায়
ভোটে জয়ী হলে বুদ্ধিমান বলে
নইলে সবই চলে যায়।