শীতের রাত নিশ্চুপ নিঝঝুম
একা বিপ্লবী চলেছে পথে
অরণ‍্যের নেই ঘুম।
জোনাক জ্বলা পথে
আলো নেই সাথ
ছলাৎ ছলাৎ শব্দে
তরঙ্গ বয়ে চলেছে।
ঘাটে বাঁধা ছোট এক তরী
সওয়ারীর অপেক্ষা করছে।
বিপ্লবীদল আটজন ছিল
তরীতে গিয়ে বসল;
চলল তরী উজান বায়ে
আপন উদ্দেশ্যে ছুটল।
তরীর ভিতরে সবে ছিল চুপ
কেউ কাউকে চেনে না
শুধু জানে তারা সবাই বিপ্লবী
বিপ্লব ছাড়া কিছু বোঝে না।
অত‍্যাচারী জমিদারদের
ধন লুটল ওরা ;
লড়তে হবে ব্রিটিশের সাথে
ধন‍্য হবে জীবনে তারা।
মরণমারণের রণে
জানে মৃত্যু সুনিশ্চিত
তবু পদতলে রেখে মরণের ভয়
মাতৃমন্ত্রে তারা দীক্ষিত।
ঘোর রণ হলো ব্রিটিশের সনে
শৃঙ্খল গেল টুটে
স্বাধীন হলো দেশমাতৃকা
সবে জয়ধ্বনি করে।