ভগবান তুমি কোথায় আছ
তুমিই সবার স্রষ্টা ;
মারণাস্ত্র কেন রাখ
ধ্বংসের তুমিই কর্তা।
জীবন মরণ দুহাতে তোমার
ফরিয়াদ করি কোথায়,
যখন তোমার ভুল হয়ে যায়
সৃষ্টির বিনাশ হয়?
শোধরাবে কে শোধনাগারে
আছে কি কোনো মহাশয়?
তোমার সৃষ্টি মহান অতি
তুমি অতি মহীয়ান;
তবে কেন দাও দুঃখ মোদের
শোকে কেন কর ম্লান।
আমাদের ফরিয়াদ শুনতে হবে
ন‍্যায় অন‍্যায় বিচার কর;
মানুষে মানুষে ভেদাভেদ করে
কে ছোট আর কেবা বড়।
অপরাধ করে ধনী হয় তারা
অন্যেরা ভিক্ষাও না পায়;
দেহ বিক্রি করে জোটায় অন্ন
এই কি তোমার ন‍্যায়?
কে বিচার করবে বল
তোমার এই বদ্ খেয়ালের;
ফরিয়াদ নিয়ে যাই কোথায়
কেউ বলবে কি মোদের?
মারণাস্ত্র বানিয়ে ওরা
ভীষণ গর্ব করে ;
বিশল‍্য করণী বানায় না কেন
জীবন রক্ষা তরে?
করোনায় কত মরেছে মানুষ
বিজ্ঞান নাগাল পায় না ;
তুমি ,ভগবান,নিশ্চুপ কেন
পথের হদিশ দাও না।
নির্বাক তুমি অকর্মণ‍্য
ফরিয়াদ করি কোথায়?
কোথায় পাব সুবিচার
অন্ত হোক তোমার দায়।