লড়াই! লড়াই!
জীবনটা এক রণক্ষেত্র
ফিরবার পথ নাই;
ব্রিটিশাররা হলো নাজেহাল
মাষ্টারদার তুলনা নাই।
হঠাৎ একদিন
ব্রিটিশের মদদপুষ্ট জমিদার বাড়িতে
বিপ্লবীরা হানা দিল;
নেতা ছিল এক শিখ পাঞ্জাবী
সবাই অবাক হলো।
নতুন সদস্য ভূএর দায়িত্ব ছিল
অন্দর মহলের দরজায় ;
কিন্তু অন্দরে যখন
বন্দুকের আওয়াজ হল
ভূ বাইরে পালাতে চায়।
তক্ষুনি শিখ নেতা হাত ধরে বলে
"ফিরে যাও নির্দিষ্ট জায়গায়"।
কাজ শেষ হলে
ফিরে গেল সবে
কোথায় কেউ জানল না;
নদীতে এক নৌকা ছিল
যাত্রীর অভাব ছিল না।
বুড়ো মাঝি দাঁড়ে ছিল
ভূকে দেখে মিটি মিটি হাসল
সে ছিল মাষ্টারদা সূর্য সেন
ভূ পরে বুঝল।
(বিঃ দ্রঃ-ভূ এর নাম স্বর্গীয় ভূপেন্দ্র
নাথ অধিকারী,পরে colliery manager
আমার শ্রদ্ধেয় পিতৃদেব)