আকাশের মতো জ্বলে ওঠ তুমি
আকাশ চুম্বি শিখা ;
প্রলয় ঝঞ্ঝা আসবে সাথে
ভয়ংকরের জয়টীকা।
দুরন্ত ঝড় মাতাল হাওয়া
আসবে অবিরাম বৃষ্টি ;
রুদ্র আসবে ফুঁকবে শিঙ্গা
যেন ধ্বংস করিবে সৃষ্টি।
মানব জীবন হবে বিহ্বল
তার ভয়াবহ রূপ দেখি';
আসবে ভয়ংকর সাথে লয়ে
মহাজীবনের দৃষ্টি।
ধ্বংস -মাদল বাজবে দামামা
পাপের অন্ত হবে;
নতুন দিনের আবাহন হবে
নতুন সূর্য উঠবে।
মনের আগুন তীব্র হবে
ভুলবে অশান্তির হাতছানি;
হিংসা পাপ ভুলে যাবে সবে
ভুলবে দুশমনতার বেড়ি;
তারপর যখন পৃথ্বী শান্ত হবে
নতুন দিন আসবে
ভুলবে সবে স্বার্থপরতা
সবাইকে ভালোবাসবে।