জীবন কারও জন্য থেমে
থাকে না ;
যে যায় সে ত আর ফিরে
আসে না।
জীবনের প্রতি মোড়ে
ঝড় বিপদ দাঁড়িয়ে থাকে ;
সে সব বাধা দূর করে
পিছনে যাওয়া যায় না।
জীবন যখন থেমে যায়
মরণ এসে গতি দেয়,
সময় তবুও নদীর মত
চলা বন্ধ করে না।
পৃথিবীর ছয়টি ঋতু
আসাযাওয়ার মধ্যে সেতু
অন‍্যথা কভু হয় না ;
সকাল আসে সূর্য নিয়ে
রাত্রি আসে দিনের পরে
কিছুই বদলায় না।
মরণ করে জীবন হরণ
মোহমায়া কষ্টের ভুসন;
সব কিছু ছেড়ে দিয়ে
যেতে হবে,যখন আসবে শমন।
তাই জীবন কখনও
থেমে থাকে না ;
যতই কর জানাশোনা,
সময় আসলে পরে
কোন বাধাই মানবে না।
শিশু যুবক আর বৃদ্ধ
সময়ের করে দাসত্ব ;
পরিবর্তন হবে শরীর
জীবনের এইটাই সর্ত।
চলতে চলতে কর্ম করবে
সময় তখনও থামবে না ;
কর্মফলে শাস্তি পাবে
কিম্বা হয়ত সুফল পাবে
কোন কষ্ট পাবে না ;
তাই বেশি আশা কর না
জীবন কখনও থামবে না।
(আমার একমাত্র পুত্রের মৃত্যু দিবস ছিল
কাল 6th may. তারই স্মরণে লেখা
কালথেকে কাহিনীর serial লিখব)