জীবনের এই নাট‍্যশালায়
পথহারা সব আসে ;
আপন চরিত্র পাঠ করে
সবে নিরুদ্দেশে ভাসে।
তাদের নেইক ঠিকানা
কোথায় ছিলাম কোথায় যাব
তার নেইক ভাবনা।
ঈশ্বরের পুতুল ওরা
ভাঙাগড়া যার খেলা
পথ চলাতেই আনন্দ তাদের
সকাল সন্ধ‍্যা বেলা।
যেতে যেতে কত জনম পার হবে
তার নেইক লেখাজোখা;
নাট‍্যমঞ্চ তবুও ঘুরবে
জীবনের শেষ হবে না।
পান্থপথের পথিক মোরা
অনন্ত কাল হতে চলেছি;
মাঝে মাঝে পোশাক বদলে
অন্য দেহধারণ করেছি।
আমাদের নাই জন্ম নাই মৃত্যু
বিধাতার গড়া দুনিয়ায় ;
আত্মা অজর অমর তবু
বদ্ধ মোরা মোহমায়ায়।
কালের যাত্রার কভু শেষ হয় নাই
সময়ের সাথে চলে
জীবন মৃত্যু বলে কিছু নাই
গীতার বাণী বলে।
ঈশ্বরের নির্দেশ মতো
আত্মা ধরাতলে আসে ;
তারই নির্দেশে কাজ করে যায়
ভোগ করে কর্মফলে।