ওরে যাসনে তোরা
যমুনাতে কালীয় ডরায়;
ও কালীয় বিষ দিয়েছে
লোক মরেছে যমুনায়।
কে আছে রক্ষা কর্তা বল ভুবনে
কৃষ্ণকানাই এল সেথায়
বন্ধুদের নিয়ে।
বন্ধুরা জল খেয়েছে
জ্বলে গেছে বিষের জ্বালায়;
একে একে মরল তারা
বাঁধের ঘাটে হায়।
কৃষ্ণ তখন বাজায় বাঁশী
কদম গাছে চড়ে
কালীয় উঠল ফণা তুলে
অত্যন্ত রাগ করে।
কদম গাছ থেকে লাফায়
কৃষ্ণ ফণার ওপরে ;
কালীয় ভয়ে বিষ তুলে
যমুনা সাফাই করে।
একে একে সকল মানুষের
বিষ তুলে নিল;
রক্ষা কর্তা রক্ষা করল
জল নির্মল হল।
তখন বাজল বাঁশী রাধা বলে
প্রাণ আকুল হল
সকল যদুনারী জল আনতে
যমুনায় গেল।