আরও একদিন
বন্ধু শুভর ছিল জন্মদিন,
এসেছিল সব নামীদামি জন
খাওয়া শেষ হল মাঝরাত তখন।
ঝিরি ঝিরি বৃষ্টি পড়ছিল
বাতাস যেন মাতাল হল
গাড়ির বাতি নিষ্প্রভ ছিল
আমি বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম।
কিছু পরে হঠাৎ পেলাম সম্বিত
বাগান বাড়িতে কে গায় গীত,
এ আমি কোথায় এলাম।
ভালো করে চেয়ে দেখি
এ বাগানবাড়ির আমিই স্বামী,
দূরে সেই দেবকন‍্যার কণ্ঠ পেলাম।
সে ছিল দূরে ঢিবির ওপরে
বসেছিল কন্যা আড়ম্বর ভরে ;
কিন্তু কোন কারণে তার রোদন ঝরে?
গাড়ি হতে নামলাম যখন
কাছে যেতে চাইল মন,
বৃষ্টি থেমেছিল সেইক্ষণ
বাদূড় পাখি উড়ল তখন
নিস্তব্ধ রাত ঘুমিয়ে পড়ল।
শুধু ঐ কন্যা জেগেছিল
ভূতের দেশের মনে হয়েছিল ;
তাই অতি ক‍ৌতুহল হল।
আকাশে চাঁদ ছিল
মেঘ যেন সরে গিয়েছিল।
এগোলাম সামনে কন্যা অজানা
কোথা থেকে এল যায় না জানা ;
হঠাৎ বজ্রপড়ল কিছু দেখা গেল না
তখনই অদৃশ্য হল সেই দেবকন‍্যা।