ডাকব না তোমায় আমি ডাকব না
কারও ডাকে দাও না সাড়া
তাই তোমায় আমি ডাকব না।
রাতের শেষে নীল আকাশে
দিন আসে হেসে হেসে
সূর্য এসে আকাশ জুড়ে
রঙ ছড়িয়ে রাঙিয়ে দেয়
রঙের হোলি খেলবে যদি
সাথী নাহি পায়।
বাতাস ডাকে ফিসফিসিয়ে,
"এসো ওগো এসো
খেলব মোরা ধূলো খেলা
মাটির পৃথ্বীতে এসো।"
তবুও ত দাও না সাড়া
এমনি তুমি সৃষ্টিছাড়া
খেলতে এলে এবার তোমায় নেব না।
কাঁদবে তুমি মজা দেখো না
তবুও তুমি কিছু বলছ না।
অহংকারী তুমি খুবই
তোমায় কিছু বোঝাব না।
এবার যখন পূর্ণিমা হবে
সারা বিশ্ব পুলকিত হবে
কেবল তুমিই রবে একলা
তোমায় কেউ ডাকবে না।
এখনো যদি বুদ্ধি থাকে
খেলতে এসো মোদের সাথে
আকাশ পৃথ্বী পাতাল লোকে
ছুটব মোরা প্রাণপণে।