মন যেন খুশী খুশী আজ
চলেছে দেশ দেশান্তরে;
সেখানে খুশীর জোয়ারে
সবে জেগে ওঠে ভালোবেসে।
যেখানে সব সুন্দরের চমক লাগে
পাখিরা জাগায় গানে গানে  ;
নীল আকাশ সপ্ত রঙের স্বপ্ন আঁকে
পরীরা পারিজাতের মালা গাঁথে;
বাতাস ছড়ায় ফুলের সুবাস
আমার কুটিরের অঙ্গনে।
খুশী খুশী মন চলেছে আজ
নীল সবুজের আলো জ্বেলে;
রথখানি তার আলোয় ভরা
জোনাক জ্বলা অন্ধকারে।
না জানি কেন খুশী এলো আজ
স্বপ্নে দেখা এই ভুবনে
জানি খুশী হয় না স্থায়ী
সুখ দুঃখের এই সংসারে।