কোলাহল!!এ কোলাহল কিসের?
একি নরসংহারের নাকি যন্ত্রণা বিষের?
দূর হতে ভেসে এল ইউক্রেনবাসীর কোলাহল ;
যেন রক্ত নদীর তরঙ্গে
ওঠে মৃত্যুর হিল্লোল।
এ যেন ধরণীর হাহাকার
যেন পিশাচের অট্টহাস;
মরণদেবের নৃত্যের তালে
আসে ভাগ‍্যের পরিহাস।
ভয়ংকর এল ভয়ালরূপে
মৃত্যুর বার্তা নিয়ে ;
ধ্বংস!!চারিদিকে শুধু ধ্বংসের স্তূপ
রুধির মাটির 'পরে।
হাতজোড় করে নগরবাসী বলে,
"দয়া কর ওগো প্রভু;
স্বজন নিধন আর সইতে পারি না
থামবে না কি রণ কভু?"
আমেরিকার ইউরোপের দোহরী চাল
শুধু ব‍্যবসায় রয় মনে ;
নিরীহ মানুষ কেঁদে কেঁদে ফেরে
তারা অশান্ত রাত্রে দিনে।
বিদ্রোহ! বিদ্রোহ কর বিশ্ববাসী
আর কোনো পথ নাই ;
একের মন্ত্রে জেগে ওঠ সবে
বলিদান হোক পাশবিকতায়।
জাগ জাগ রে সবে জাগ
মহাসমরে বিশ্বমাতার আহ্বানে ;
পাবে বরাভয় পাবে মাতৃচরণে।
ছাড়ি'মৃত‍্যুভয় এস ভক্তদল
এস মায়ের বন্দনা করে ;
পৃথিবীর বুকে রেখে যাবে নাম
প্রজন্ম পূজবে তোমারে।