ও আকাশ মেঘলা মেঘলা
বাতাস যেন ভিজে ভিজে ;
শীতল দিনে বাতাসে এল কার নিমন্ত্রণ
বিশ্ব জুড়ে আনন্দ এল মায়ের আগমন।
রক্তবীজের রক্ত ধারায় মা কালীর বিচরণ।
সে যে দৈত্য অসুর ধ্বংস করে দিল বরাভয়
খড়্গ হাতে বিনাশ করল অত‍্যাচারীর ভয়।
শিব থাকে পদতলে তার
রণরঙ্গিণী মূর্তি দেখে ;
সৃষ্টি রক্ষা করতে হল
মায়ের জ্ঞান ফিরিয়ে এনে।
তাই দেবতা মানবে পূজা করে
সন্তুষ্ট করে মা কালীরে ;
বরাভয় পাই মোরা
সব অসুরে ধ্বংস করে।