ও আকাশ তারায় তারায়
ঝলমল,
চাঁদ যেন অহংকারে
টলমল।
জলের বুকে ছায়া পড়ে
নাচতে লেগেছে
জলে জলে ঢেউয়ের মাথায়
চাঁদ হেসেছে ;
তারই সঙ্গে ছন্দে ছন্দে
জীবন ভরেছে
জলতরঙ্গ বাজিয়ে যেন
গান গেয়েছে।
ও পলাশ ও শিমুল
কত রঙে রঙে ভরালে
মনের আকাশে কত না
রঙ ছড়ালে।
জানিনা ত তোমরা কি পেয়েছ
কারে এতো ভালোবেসেছ
তবুও ত কিছু কেউ পায়নি
লালে লালের আগুন ত জ্বলেনি;
মধুর মুহূর্তগুলো জীবনে আসবে
মহুর্মূহ মনের কোনে জেগে উঠবে
সুখের জীবনটা ত যায়নি।