সেদিন যখন সূর্য ডুবল
আলোআঁধারিতে  সন্ধ‍্যা এল ;
ফুলে ফুলে সুবাস ছড়াল
মালি কেন হঠাৎ উত্তেজিত হল?
বসেছিলাম বাতায়নে
নানা রঙের ফুলের সনে
অপরূপ মাধুরিমা ছিল মনে
মালি কেন স্বপ্ন ভঙ্গ করল?
'"ফুলের বাগানে ঢিবির 'পরে
কে যেন কাঁদে অঝোরে ;
তাকে ত দেখতে পাওয়া যায় না
এ এক বাস্তব নয়ক ছলনা।'"
শুনে গেলাম আমি মালির সনে
দেখব হয়ত দেবকন‍্যারে;
সেথায় কিন্তু কেউ ছিল না।
তখন চাঁদ এসে রূপালী
আলোয় ভুবন ভরাল;
মন্দ মন্দ বাতাসে জীবন জুড়াল
রাত্রি তখন গভীর হল।
কেউ কোত্থাও ছিল না
মালি গেল ছিলাম একেলা;
তারপর মনে হল কেউ এল
আমাকে যেন ডাক দিল।
ফিরে দেখি কেউ ছিল না
ভাবলাম এসব আমার কল্পনা।
হঠাৎ দেখি ঐ ঢিবির ওপরে
বিদ‍্যূৎবর্ণা কন্যা কাঁদে অঝোরে।
তার কাছে পৌঁছে দেখি
সে ত হোথা নাই
তবু রোদনের ধ্বনি শুনি হোথায়।
মালি কখন পুলিশ ডাকল
আমি ভরে গেলাম নিরাশায়।