মরণ,তুমি আসবে যখন
রুদ্রের বীণা বাজবে;
জীবনসূর্য ডুবে যাবে
আর আঁধার ছেয়ে আসবে।
মায়ায় বদ্ধ প্রাণীরা হয়ত
গভীর দুখে কাঁদবে;
বিজ্ঞান কোনদিন পাবে না ত
মরণের খোঁজ না পাবে।
যমরাজ আসবে ঘোড়ায় চড়ে
সঙ্গে তার সঙ্গী ;
যোগমায়া হবে পরাজিত
বাঁচাতে পারে না সৃষ্টি।
আত্মা তখন সূক্ষ্ম দেহে
পরমাত্মায় মিশে যাবে ;
দেহ পড়ে থাকে তখন
ডাক্তার খোঁজে ফিরে।
হয়ত যায় মরণের দেশে
আঁধারময় সে দেশ;
অজানা অচেনা আত্মারা থাকে
পৃথিবী সেখানে শেষ।
মরণের কোন সময় যে নাই
বৃদ্ধ অথবা বালক;
বিজ্ঞান পায় না সন্ধান তার
কি করে থামবেমড়ক।