মার্জনা কর প্রভু মোদের
মার্জনা কর;
অহংকারের দৈত্যটাকে
চূর্ণ কর।
শান্তি এনে দাও মোদের
শান্তি এনে দাও;
তব পদতলে মোদের
জায়গা করে দাও।
রিপু যখন দংশন করে
বিষের জ্বালায় ছটফট করে ;
সে বিষ যেন ছড়ায় না গো
এমন বিদ‍্যা শেখাও।
ভালোবাসার পৃথ্বীটাকে
দৈত্য দানব ধ্বংস করে ;
ভালোবাসার অস্ত্র দিয়ে
তাহারে সাজাও।
সুখ দুঃখ সম ভেবে
নির্লিপ্ত থাকতে হবে ;
শস্য শ‍্যামল পৃথ্বীটাতে
শান্তি এনে দাও।
যুদ্ধ বিদ‍্যা রাক্ষসী বিদ‍্যা
সৃষ্টি ধ্বংস করার চিন্তা ;
তোমার কঠিন অস্ত্রাঘাতে
নির্মূল করে দাও।
তারপর সবে ক্ষমা কর;
হিংসা দ্বেষ দূর কর।
ক্ষমার ভাবনা ছেয়ে যাবে
নতুন পৃথিবীতে শান্তি আসবে ;
অহংকার চূর্ণ করে
মার্জনা করে দাও।