কত মিষ্টি খাই আমি
মিষ্টি খেতে ভালোবাসি
তবু জীবনটা ত হয় না মিষ্টি
তেতোয় ভরে যায়।
লোকে যখন মিষ্টি বলে
বুঝি না তাদের মনে কি আছে
ও মনের গতি বোঝা দায়।
মিষ্টি স্বাদে ভুবন ভোলে
ঝগড়া ঝাঁটি শেষ হয়ে যায়
মিষ্টি মিষ্টি কথার ধাঁধায়।
জীবনের যত মিষ্টি তেতো
সব কিছুই বোঝা ভালো
মনের গতি বাঁকা অতি
জীবনের পথ সাদায় কালোয়।