কথা ছিল আমায় তুমি
চিরকাল ভালোবাসবে ;
সে ভালোবাসা হবে স্বর্গীয়
সারা জীবন ভরে থাকবে।
কিন্তু তা ত হলো না
কলেজের পড়াশেষে
আর ত দেখলাম না।
কিছু দিন পরে গঙ্গার ঘাটে
তোমায় দেখলাম ;
ছিলে তুমি সবার মাঝে
আনন্দোৎসবে
আগের মতো সেজে।
মনে হলো তুমি দেখলে আমায়
কিন্তু অন্যদিকে চলে গেলে;
তোমার অভিপ্রায় বুঝলাম তাই
আমিও গেলাম অন্যদিকে চলে।
সেদিনের প্রগাঢ় প্রেম
আজ কোথায় গেল;
সে প্রেমের গভীরতা
কেন মিলিয়ে গেল।
তাই সেইদিন আমার কাছে
সব শূন্য হলো
মিথ্যে স্বপ্ন এতদিনের
মিথ্যেই রয়ে গেল।
এ জীবনে কিছুই স্থায়ী নয়
মিথ্যে আমি মিথ্যে তুমি
প্রতিজ্ঞাও মিথ্যে হয়।