মন চলেছে জীবন পথে
নিজের মর্জিতে;
কখন কি ভাবে মন
পারিনি আজও জানতে।
যখন চাই তারে
ভাবি যে আপনারে
খেলায় মত্ত থেকেছি ;
মন করে ছোটাছুটি
আনন্দে হুটোপুটি
তবুও দুঃখ পেয়েছি।
দুঃখের অমানিশায়
মন যেন ছেয়ে যায়
আনন্দে ভরে নিতে চেয়েছি ;
সে আনন্দ কেন আনে নিরানন্দ
কেন যেন আমারে ভুলায়।
হৃদয়ের দরবারে
মন যায় বারে বারে
মনের হিসাব কেন থাকে না
সুখদুঃখের জীবনটাতে
কান্না হাসির দিনগুলোতে
মনের গতি কিছু
বোঝা যায় না