পুতুল খেলা অনেক হয়েছে
ও পুতুল আর চাই না ;
মিথ্যে ভাবনা
ভাবব না আমি
সে স্বপ্ন বাস্তবে টেঁকে না।
তাই ওই পুতুল
ফেলেছি অন্ধকারে
যার নেবার সে নিক না।
অন্ধকার চাই না জীবনে
আলোই ঊর্ধ্বমুখী ;
ভুলেও কভু তাকাব না পেছনে
সমুখের পথ পেয়েছি।
আলোর জগত অতি মনোরম
পথ নয় কাঁটায় ভরা
ভুলেছিলাম রাজপথ আমি
যেন ছন্নছাড়া।
অন্ধকার তোমায় ভালোবাসি
তবু দূর হতে নমস্কার করি
মুক্তি দিয়েছ আমায় তুমি
তাই আবার নমস্কার করি।
ভালো থাক তুমি অন্ধকারে
আমায় ভুলতে দাও
এতদিন পরে মন মুক্তি পেয়েছে
তোমায় মনে পড়েছে তাও।