ও আকাশ নীচে এসো না
পৃথিবী তোমায় ভালোবাসবে ;
নীল রঙে রাঙিয়ে পৃথ্বী
কত খুশী হবে।
তখন সূর্য তারা কোথায় যাবে
চাঁদ কি তখনও হাসবে;
মানুষ জীবন শূন‍্যে যাবে
বিবিধ সমস্যা হবে।
তবে নীল আকাশ এসো না নীচে
দিকবলয়ে আসবে;
পৃথিবী সেথায় খুশী হয়ে
তোমার সাথে মিলবে।
চন্দ্র গ্রহ তারার মালা
পৃথিবীর চারপাশে ঘুরবে ;
সূর্য সভায় মোহিত হয়ে
পৃথ্বী সুন্দরী নৃত্য করবে।
পারিজাতের মালা গলায়
পৃথিবী পুলকিত হবে ;
নতুন করে জাগবে জীবন
নতুন পোশাক পরবে।