যারা ঝোপড়িতে থাকে
তাদের কথা তুমি জেনেছ কি?
যাদের ক্ষুধার অন্ন জোটে না
আধপেটা খেয়ে রয়
তাদের কথা শুনেছ কি?
শুনেছ কি তাদের আত্মার কান্না
যারা বাঁচার ভিক্ষে চায়
তাদেরও মানুষ বলে চিনেছ কি?
কি হবে তাদের মহাত্মার বাণী
যারা এক থালা ভাতের জোগাড় পায়নি?
মন্দিরে মসজিদে ঘোরে
তাদের প্রসাদ দেয়নি?
দিন রাত যারা পরিশ্রম করে
পুত্রকন‍্যা তবুও অভুক্ত থাকে
আশ্রয় কেউ দেয় না?
শালীনতার বাঁধ ভেঙ্গে দিয়ে
যারা অন‍্যায় করে না?
দুঃসহ ব‍্যথা সহ‍্য করে
তবু মৃত্যু বাঞ্ছা করে না?
তুমি লেখনী ধর তাদের জন্য
বল."ওরাও মানুষ ওরাও মহান।"
উচ্ছিষ্ট দিয়ে তাদের তোমরা
হও  সবে মহীয়ান।
একদিন সময় বদলে যাবে
দীনদরিদ্র সবে একতাবদ্ধ হবে ;
বিদ্রোহবাণী শুনবে সবে
সম অধিকার চাইবে।
বলবে."একই পিতার  সন্তান মোরা
ধরিত্রী মোদের মা;
তাই ফুল ফল আর অন্নে মোদের
সম অধিকার এ কথা ভুল না।"
আসবে তখন নতুন সূর্য
সাম‍্যের গান গাইবে;
বাতাসে বাতাসে ছড়াবে সে গান
ব‍্যবস্থা বদলে যাবে।
তোমার সৃষ্ট প্রাণী হে প্রভু
সুখে জীবনের গান গাইবে;
দুঃখের রেশ থাকবে না তখন
আনন্দের বানআসবে