নিদ্রাদেবী, তুমি সুপ্ত কেন স্বপন ফিরে যাবে,
হয়ত স্বপ্নের বেশে আসবে রাজা দেখতে
পাব না যে।
নিদ্রাদেবী জাগবে তুমি ঘুমের দেশে
স্বপন করবে জড়ো ;
আসবে রাজা ছুটিয়ে ঘোড়া সবাই
জড়সড়।
যুদ্ধসাজে আসবে রাজা অনেক বাধা
পার হয়ে ;
হয়ত আসবে সে যে আমার কাছে
যখন সুপ্তি আমায় ঘিরবে।
নিদ্রাদেবী যাও ঘুমের দেশে অপেক্ষায়
আছি পথের ধারে;
আসবে রাজা উড়িয়ে ধুলো অপেক্ষা
আমার শেষ হবে।
বলবে রাজা,"ভয় পেয়ো না আমি
তোমার পাশেই আছি;
দিদিভাইয়ের মধ্যে জেনো আমি
বেঁচে আছি!"
আবেগপ্লাবিত রুদ্ধ কণ্ঠে তারে
পেতে চাই ;
বিধির বিধানে চলে গেছে সে যে
ফিরিবার উপায় ত নাই।
ভালোবাসা শুধু ভলোবাসার কাঙাল
ছিল রাজা আমার,
অকালে সে যে চলে গেল রেখে গেল
শুধু হাহাকার।
;