একদিন যারা দেশের ডাকে
নিজেদের করেছিল বলিদান;
তারা আজ আর বেঁচে নেই
তবু তারা ছিল মহান।
সরকার তাদের পরিচয় জানে না
রাজনীতি করে ফেরে ;
যাদের শক্তিতে সরকার পেল
তাদেরই হেয় করে।
সেই মহান সেনানীর বংশধরেরা
দিন মজদুরি করে ;
যারা অথর্ব জর্জর দেহ
বাঁচে তারা কি করে।
তবুও তারা বাঁচার তাগিদে
ভিক্ষাবৃত্তি করে ;
কোনো দিন পেটভরে খায় না তারা
জল খেয়ে পেট ভরে।
ওষুধ পথ‍্য কিছুই জোটে না
শরীর খারাপ হলে ;
নেতাদের দল রাজনীতি করে
তাদের সামনে রেখে।
নেতৃবৃন্দ অতি প্রসন্ন
ভোট চাইবার কালে;
প্রতিশ্রুতি অনেক দেবে
বাস্তবে যায় ভুলে।
হাহাকার ভরা জীবন ওদের
বাঁচে আলোর প্রতীক্ষায় ;
সে আলো শুধু ঝলকানি দিয়ে
আঁধার বাড়িয়ে দেয়।
মহান তারা তবু আঁধারের জীব
জীবন কাটে দুর্দশায়;
কেউ ত তাদের চিনল না কভু
বেঁচে আছে মরণদশায়।
হে নেতৃবৃন্দ আর অফিসারগণ
তোমাদের চেতনা হবে কবে ;
যারা ছিল মহান সেনানী
তারা সবাই মরে যাবে।