জনম জনম পার হয়ে
এই পান্থশালায় এসেছি ;
তোমার খেলায় যোগ দিয়ে
আমি অমরত্ব পেয়েছি।
কত গ্রহপথ এসেছি পেরিয়ে
খাঁচার দেহ রয়েছে জড়িয়ে
মলিন বস্ত্রের মত
ছাড়ব এ দেহ
যখন তোমার আদেশ পাব।
ক্ষণকাল আর ক্ষীণ আয়ু লয়ে
চলেছি আজও দেহের বোঝা বয়ে ;
যেদিন তোমার আসবে আদেশ
সেদিন এ বস্ত্র বদলাব
হয়ত নতুন জীবন পাব।
মোহ মায়া দুখ হরিবে নিমেষে
অমৃতবাণী পাব অবশেষে ;
নতুন জনমের সূত্রপাত হবে
নতুন আদেশ আসবে।
তোমার বাঁশীতে বাজে যে সুর
স্বর্গে মর্তে জাগে আনন্দ বিধুর;
এ জীবনে পেলে ভালোবাসা
সৃষ্টি হবে চির মধুর।
জীবনের যত কটুকথা
সুখ দুঃখ আর কুটিলতা
সব রয়ে যাবে হেথা ;
তাই তোমায় পূজি করবদ্ধ হয়ে
পরিথ্রাণ কর হে পরিত্রাতা।