কারও পণ্য নই গো  আমি
কারও পণ্য নই;
পণ্যের বাজারে আমি তাই
একলা পড়ে রই।
আমার মূল্য পারে না দিতে
ঘুষের কারবার চলে না ;
জীবন আমার সংকীর্ণ হলো
তবু কেনা যায় ন।
হীরা মুক্তা তো ছোট পাথর
তার আলো কেনা যায় না।
আলোই আমি ভালোবাসি
চাঁদ হীরা মুক্তা চাই না ;
মানুষেরে ভালোবাসি
কৃষ্টি থাকলে তার নাই তুলনা।