যখন তোর সোনার অঙ্গ মিশবে
মাটিতে রূপের গরব থাকবে না ;
সাঙ্গ হবে ধনের নেশা ,
দূর হবে মিথ্যে ভালোবাসা
আঁধার কালো আসবে মরণ
কিছুই নিয়ে যাবি না।
তখন তোর চিহ্ন কিছু থাকবে না
হয়ত কেউ মনে রাখবে না ;
জীবনের রেসের খেলায়
কোনো বাজিই লাগবে না।
যারে তুই দিস রে ঠেলে
অজাত কুজাত অশুচ বলে
সে মরণকালে সঙ্গ দেবে
হয়ত বন্ধুরা কাজে আসবে না।
কি হবে মিথ্যে গরব করে,
জাতপাতের ভেদাভেদ করে,
মানবধর্ম সবার বড়
তার ওপরে আর কিছু নাই।
যখন দীপশিখাটি যাবে নিভে
সব কর্মের শেষ হবে ;
পরকালে বিচার হবে
তারই জন্য কর ভাবনা।