হারিয়ে গেলাম আমি
হারিয়ে গেলাম ;
কুয়াশা সাগরে যেন
নিজেরে হারালাম।
জীবনের আদি হতে
চলেছি পথে পথে ;
কি উদ্দেশ্য সে ত বুঝি না।
কোথা হতে বাজছে বাঁশী
সুরের তানে মর্মিল পশি
জাগায় প্রাণে ভালোবাসি।
তাই এই পথকে বেসেছি ভালো ;
গানের সুরে প্রাণ জুড়াল;
চলতে চলতে পথের কোনে
কত বিপদ এল গেল।
ঝড় ঝঞ্ঝায় শোকে তাপে
বাঁশী বাজে মধুর তানে;
প্রেরণা দিল আমার মনে
ক্লান্ত চরণ চলে তখন আনন্দ মনে।
চলতে চলতে কত যুগ গেল
বারবার জীবন রঙ বদলাল
তারপর শরীর যখন শ্রান্ত হল
চারিদিকে আঁধার ছেয়ে এল
তখন হারিয়ে গেলাম আমি
হারিয়ে গেলাম ;
কুয়াশা সাগরে যেন
সব হারালাম।