তার পরদিন সকাল বেলায়
ভালো না লাগার যন্ত্রণায়
বসে বসে খবর পড়ছিলাম
ভুতের কীর্তির কথা জানলাম।
পুলিশের বিফলতা
মামলার জটিলতা
কন্যা রোদনরতা
কাগজে কত কথা লেখা ছিল।
এমন সময় শুভ কেন এলো
তড়িতাহতের মত দেখাচ্ছিল
উশকো খুশকো বেশে
যেন বিহ্বলতা ছড়িয়ে ছিল।
আগের রাতে গভীর হলে
নিস্তব্ধ নিঝুম চারিদিকে
শুভ কবিতার কথা ভাবছিল,
দূরে নদীর দিক হতে শেয়ালের
ডাক শোনা যাচ্ছিল।
হঠাৎ কি যেন আওয়াজ হল
দেখল দুটি নরকঙ্কাল কি যেন খুঁজছিল।
ভয়ে আর্তনাদ করে
শুভ বাতি জ্বালাল।
এতো বর্ণনা করে শুভ একটু থামল;
এমন সময় পুলিশের গাড়ি
দুয়ারে এসে দাঁড়াল।
(Serially কবিতা,কন‍্যা,মালি,শুভ,
নুপুর,ছলনা,শুভর বাড়ির পর এই পুলিশ )